Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

ধলেশ্বরী নদীতে নিখোঁজ লঞ্চ যাত্রীর মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জ

ধলেশ্বরী নদীতে নিখোঁজ লঞ্চ যাত্রীর মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে পরে নিখোঁজ হওয়া খোরশেদ বেপারি (৫০) এর মরদেহ ৩ দিন পরে ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের বেড়িবাধ এলাকার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়। খোরশেদ বেপারী শহরের উত্তর ইসলামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। ধলেশ্বরী নদীর মাঝে ভাসমান অবস্থায় খোরশেদ এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের সহায়তায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য- গত ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে বালুভর্তি বাল্কহেডের সাথে নারায়নগঞ্জ থেকে ছেড়ে যাত্রী বাহী লঞ্চ এম এল হিরাশিকো-১ এর সাথে সংর্ঘষ হয়। এসময় লঞ্চে থাকা যাত্রী খোরশেদ ধলেশ্বরী নদীর পড়ে যায়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ  ।