Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহানবমী ফরিদপুর

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহানবমী

“অত্যাচারী অসুর শক্তি পরাভূত যে মহাশক্তির পদতলে সেই শারদীয়া মায়ের আবাহনী গান আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে”। আজ মহানবমী ফরিদপুরে পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্যে দিয়ে। দিনটি উপলক্ষে আজ শ্রী শ্রী শারদীয়া দূর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা সমাপন শুরু হয়েছে সকাল থেকে মন্দিরে মন্দিরে। এছাড়া বীরাষ্টমী ও মহাষ্টমীব্রতের পারণ, রাতে শারদীয়া নবরাত্রিক ব্রত সমাপনের মধ্যে দিয়ে নবমীর আনুষ্ঠানিক ক্রীয়া কর্ম শেষ হবে। মন্দিরগুলোতে বিকাল থেকে মধ্যে রাত অবধি চলছে হিন্দু ধর্মানুরাগীদের ভজন, পূজন ও দেবী আরাধন এবং দেবীকে খুশি রাখতে নাচ-গান ও আনন্দ উৎসবসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন। এদিকে রাজনৈতিক অঙ্গনের মন্ত্রী, এমপিসহ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন।


এর আগে গতকাল নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় মহাঅষ্টমী। উলুধ্বনি আর ঘণ্টার শব্দ এবং অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে সকালে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতায় শুরু হয় শারদীয় দুর্গোৎসব। মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় দুর্গা মাকে। শিষ্টের পালন ও দুষ্টের দমন উল্লেখ করে অষ্টমীর প্রতিপাদ্য তুলে ধরেন মন্দিরের প্রধান পুরোহিতরা। দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের পূজা গ্রহণের জন্য স্বর্গ থেকে মর্ত্যে এসেছেন ঘোড়ায় চড়ে সঙ্গে আছে গণেশ, কার্তিক, লক্ষী ও সরস্বতী। আগামীকাল বিজয়া দশমী পর্যন্ত ঢাকের বাদ্যে মুখরিত থাকবে পূজামণ্ডপের এলাকাগুলো এছাড়া চণ্ডিপাঠে মুখরিত হয়ে আছে সব মণ্ডপ ও এর আশপাশের এলাকা।  দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। পূজায় জেলার ৭৬০টি মন্দিরে মন্দিরে ভক্তদের পদচারনায় এখন মুখরিত মন্ডপ গুলো।