Opu Hasnat

আজ ১৯ নভেম্বর সোমবার ২০১৮,

চট্টগ্রামে লাইটার জাহাজে আগুন লেগে লস্করের মৃত্যু চট্টগ্রাম

চট্টগ্রামে লাইটার জাহাজে আগুন লেগে লস্করের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি লাইটার জাহাজের ভেতরে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে ও দগ্ধ হয়েছেন আরো  দুইজন। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কর্ণফুলীর বিজয়নগর ঘাটের কাছে এমভি এপিএস-১ নামের ওই লাইটার জাহাজে এ দুর্ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জানান।

তিনি জানান, নিহত সাইফুল ইসলাম ছিলেন ওই জাহাজের লস্কর। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের আবুল খায়েরের পুত্র।

ওই জাহাজের কর্মী নাহিদ (১৮) এবং মো. মিজানকে (২৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিজানকে ভর্তি রেখে নাহিদকে পাঠানো হয় ঢাকায়।

ওসি উৎপল বড়ুয়া জানান, বিজয়নগর ঘাটে নোঙ্গর করা অবস্থায় জাহাজটির ভেতরে আগুন লাগে। তাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। তবে সেখানে ঠিক কী ঘটেছিল বা কীভাবে আগুন লেগেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ। 

এই বিভাগের অন্যান্য খবর