Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

লোহাগড়ায় কুমারীপূজা উদযাপন : মন্ডপে ভক্তরের ভিড় নড়াইল

লোহাগড়ায় কুমারীপূজা উদযাপন : মন্ডপে ভক্তরের ভিড়

নড়াইলের লোহাগড়ায় ১৫৭ মন্দিরে মন্ডপে চলছে ভক্তদের প্রার্থনা আর অর্চনা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার অষ্টমীতে উপজেলার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা। 
 
তন্ত্রশাস্ত্রমতে দেবীদুর্গার কুমারীরূপে অনুর্ধ ষোল বছরের আরজঃস্বলা মেয়ে শিশুকে কুমারী সাজিয়ে তাকে অঞ্জলী প্রদানের মাধ্যমে কুমারী পূজা শেষ হয়। কুমারীদের মধ্যে মা দুর্গাকে প্রতিষ্ঠিত করে অশুভকে বিনাশ করতে তার শক্তি ও সাহস কুমারীদের মধ্যে প্রভাবিত করতেই এই পূজা। 
 
এ বছর মা দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন পালকিতে চড়ে। আগামী ১৯ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।