Opu Hasnat

আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার ২০১৮,

এবার কংগ্রেসের গায়ে 'মি টু' ঝড়ের ঝাপটা আন্তর্জাতিক

এবার কংগ্রেসের গায়ে 'মি টু' ঝড়ের ঝাপটা

যৌন হেনস্থার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন ভারতের কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই নেতা ফিরোজ খান। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই'র অধ্যক্ষ ছিলেন ফিরোজ। ফিরোজ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ভিলাইয়ের এক তরুণী। এর আগে বিজেপি নেতা এম জে আকবরের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এবার 'মি টু' ঝড়ের ঝাপটা এসে লাগল কংগ্রেসের গায়ে।

জানা গেছে, তিন মাস আগে ফিরোজ খানের বিরুদ্ধে অভিযোগটি প্রথম সামনে আসে। অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ গ্রহণ করে কংগ্রেস। অভিযোগ সামনে আসার পরই একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কংগ্রেস। অভিযোগকারী সেই তরুণী এনএসইউআই'র রাজ্য শাখার সদস্য। ফিরোজ খানের দুর্বব্যহারের বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অভিযোগ দায়ের করেছিলেন।

কর্নাটকের বেঙ্গালুরুতে এনএসইউআই'র রাষ্ট্রীয় অধিবেশন হয়। নির্যাতিতা তরুণী সেই অধিবেশনের একজন কর্মকর্তা ছিলেন। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, সেই অধিবেশন চলাকালীন ফিরোজ খান তাকে যৌন নিগ্রহ করেন। অভিযোগ সামনে আসার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দলের অন্দরে তদন্ত প্রক্রিয়া শুরু করে দেয় কংগ্রেস হাইকম্যান্ড। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই পদত্যাগ করলেন ফিরোজ খান। 

সূত্রের খবর, গত সোমবার পদত্যাগ করেন ফিরোজ খান। তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতেই ফিরোজ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই ফিরোজ খানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিবাদে মি টু ঝড় শুরু হয়েছিল হলিউডে। এরপর ভারতের মাটিতে সেই ঝড় আছড়ে পড়তে সময় নেয়নি সেই ঝড়। 'মি টু' ঝড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বেসামাল বলিউড। একের পর একের অভিনেতা, পরিচালক, লেখকের বিরুদ্ধে সামনে আসছে বিস্ফোরক অভিযোগ। বলিউডের পাশাপাশি, রাজনীতি, খেলার ময়দানেও মি টু নিয়ে মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিতারা।