Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝালকাঠিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী ঝালকাঠি

ঝালকাঠিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী

 “ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন; সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য” প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  শেখ মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক  মোঃ নজরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম মল্লিক, কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, জেলা খাদ্য সংরক্ষণ অফিসার মোঃ নাজমুল হোসাইন প্রমুখ। এসময় প্রজেক্টরের মাধ্যমে ইঁদুরের উৎপাত ও ক্ষতির দিকসমূহ প্রদর্শন করা হয়। অপরদিকে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে জমায়েত এবং র‌্যালী করেছে খাদ্য অধিকার বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। সংগঠনের  জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর  নেতৃত্বে ডিসি অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ কামাল হোসাইন, প্রভাষক ইলিয়াস সিকদার ফরহাদ, দিপু লাল দাসসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।