Opu Hasnat

আজ ২১ জানুয়ারী সোমবার ২০১৯,

নড়াইলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন নড়াইল

নড়াইলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

নড়াইলে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৬ অক্টোবর) এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি হিসেবে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসানুজ্জামান, এসএপিপিআই নিবীড় কুমার সাহা প্রমুখ।