Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন রাজবাড়ী

গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে অলোচনা সভা  র‌্যালী কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

সকালে রাজবাড়ীর কালুখালী ইউনিয়ন এ গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘ আয়োজনের অনুষ্ঠিত হয়েছে বিশ্ব হাত ধোঁয়া দিবস ও আলোচনা সভা  র‌্যালী। র‌্যালীটি গান্ধিমারা  যুব সংঘ ক্লাবের সামনে থেকে বের করে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দামুকদিয়া উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয়। এ  সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা জনস্বাস্থ্য  উপ সহকারী প্রকৌশলী  মোঃ মাসুদ রেজা, কালুখালী যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান মিঠু, দামুকদিয়া দূর্গাপুর আঃ আজিজ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, মাদবপুর  ইউনিয়ন সদস্য আঃ লতিফ, মাদবপুর ইউনিয়ন সদস্য মোঃ জিলাল মোল্লা, গান্ধিমারা যুব ক্রীড়া সংঘ সভাপতি সাকিব হাসান, সাধারন সম্পাদক রাজু আহাম্মেদ, সহ সভাপতি আজাদ মন্ডল, সহ-সাধারন সম্পাদক মোঃ রফিক খান, সহ সংগনের সকল সদস্য গন উপস্থিত ছিলেন । 

এসময় দামুকদিয়া দূর্গাপুর আঃ অজিজ উচ্চ বিদ্যালয় ও দামুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক  ও শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন, পরে হাত ধোঁয়া দিবস উপলক্ষে কি ভাবে পরিস্কার পরিছন্নভাবে হাত ধুতে হবে ছাত্র ছাত্রীদের মাঝে লিখিত লিফলেট পাঠ করে শুনান ও হাত ধুয়ে দেখানো হয় । এবং ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে তাদের মাঝে পূরস্কার বিতরন করা হয় ।