Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নলছিটির শায়লা শারমিন বেলজিয়ামের কাউন্সিলর নির্বাচিত ঝালকাঠি

নলছিটির শায়লা শারমিন বেলজিয়ামের কাউন্সিলর নির্বাচিত


বিশ্বজুড়ে অনেক প্রবাসীই নানাভাবে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। এদের মধ্যে অনেকে জড়িয়ে পড়েছেন সে দেশের মূল ধারার রাজনীতিতে। যোগ্যতা আর মেধার পরিচয় দিয়ে লড়ছেন জাতীয় বা স্থানীয় নির্বাচনে। তাদেরই একজন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের দেওপাশা গ্রামের জাহিদুল ইসলাম বেপারীর স্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলামের বোন শায়লা শারমীন (৩৫)। বেলজিয়ামে নিজের জনপ্রিয়তা আর যোগ্যতার পরিচয় দিয়ে কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি। বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় দলীয় মনোনয়ন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

 বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন (পিভিডিএ) পার্টি থেকে শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় বিপুলভোটে তিনি বিজয়ী লাভ করেন। তিনি ছিলেন বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশী নারী প্রার্থী। এন্টোয়রপেনের বাংলাদেশী ব্যবসায়ী জাকির হোসেন জানান, শায়লা শারমিন ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামের বাসিন্দা। তিনি স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন । ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী  জাহিদুল ইসলামের সাথে বেলজিয়ামে বসবাস শুরু করেন শায়লা শারমীন। পরে সক্রিয় হন স্থানীয় রাজনীতিতে। গৃহবধু শায়লা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন ।  শায়লা শারমীন স্থানীয়  বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। তার এই বিজয় বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল এবং সুনাম বৃদ্ধি পেয়েছে । গত ১৪ অক্টোবরের নির্বাচনে শায়লা শারমীন জয়ী হয়ে  প্রত্যাশা পূরণ করেছেন বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীদের।