Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

কালকিনিতে ব্যবসায়ীর অর্ধশতাধিক ফলের গাছ কর্তন মাদারীপুর

কালকিনিতে ব্যবসায়ীর অর্ধশতাধিক ফলের গাছ কর্তন

বাড়িতে কেউ না থাকার সুযোগে মাদারীপুরের কালকিনিতে জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ীর বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ওই ক্ষতিগ্রস্ত পরিবার আজ রোববার দুপুরে থানায় অভিযোগ করেছেন।

এলাকা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পূর্ববোতলা গ্রামের খোরশেদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান প্রায় ১ বছর আগে তার বাড়িতে আম, জাম, কাঠাল ও লিচুসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক ফলের গাছ রোপন করেন। তিনি ওই গাছ বাগানের চতুরদিকে বেড়া দিয়ে ব্যবসায়ী কাজে ঢাকা চলে যান। তার গাছের বাগান দেখা শুনা করে আসছিলেন জিয়াউর রহমানের বোন জুলেখা বেগম। কিন্তু শনিবার দিবাগত রাতে খালি বাড়ি পেয়ে ব্যবসায়ীর লাগানো প্রায় অর্ধশতাধিক ওই ফলের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবার উপজেলার ডাসার থানায় অভিযোগ দায়ের করেন।

ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, আমি বাড়িতে না থাকায় পূর্বশত্রুতার জের ধরে আমার লাগানো ফলের গাছগুলো আমার স্ত্রী মৌসুমী তার লোকজন দিয়ে কেটে ফেলেছে। আমি এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিয়েছি।

অভিযুক্ত স্ত্রী মৌসুমী বলেন, ওই গাছগুলো আমার ননদ জুলেখা ও ননদজামাই মোবারক কেটে ফেলেছে। আমি থানায় জিডি করেছি।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, এ বিষয় থানায় অভিযোগ পেয়েছি।