Opu Hasnat

আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার ২০১৮,

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ দিনাজপুর

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর চিরিরবন্দরে রংপুরগামী বি.আর.টিসি’র বাসের চাকায় পৃষ্ঠ হয়ে পুলক চন্দ্র দাস মানিক (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, রোববার সন্ধা ৬ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর দেবীগঞ্জ বাজারের ক্যানেলের ব্রীজ এলাকায়।

জানাগেছে, পুলক চন্দ্র দাস বাই-সাইকেল যোগে শশুরবাড়ি থেকে তার নিজ বাড়ি সৈয়দপুর উপজেলার চৌমহনী যাওয়ার পথে দেবীগঞ্জ বাজারের ক্যানেলের ব্রীজের সামনে এসে পৌচ্ছালে রংপুরগামী বি.আর.টিসি বাস বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইট দিতে গেলে সাইটে থাকা বাই-সাইকেল আরোহীকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলই তার মৃত্যু হয়। পুলক চন্দ্র দাস সৈয়দপুর উপজেলার চৌমহনী এলাকার বুকুল চন্দ্র দাসের পূত্র। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানায় (ওসি) মো: জি.এম শামসুর নুর।