Opu Hasnat

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার ২০১৯,

রাজাপুরে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারী ঝালকাঠি

রাজাপুরে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারী

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে বিরোধীয় জমিতে নিষেধাজ্ঞা জারী করেছে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। রোববার মোঃ আলমগীর হোসেন খান’র আবেদনের প্রেক্ষিতে (এমপি মামলা নং- ৫১৯/১৮) আদালত এ আদেশ দেন।  

মামলাসূত্রে জানাগেছে, সদর উপজেলার রাজাপুর গ্রামের এসএ খতিয়ান নং-১৭, ২৫৫ নং দাগের ১ একর ২৭ শতাংশ জমিতে মোঃ শাহ আলম, মোসাঃ হাওয়া বিবিসহ আরো কতিপয় লোকজন উক্ত জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে মোঃ আলমগীর হোসেন খান আদালতে মামলা দায়ের করেন। বাদী আলমগীর হোসেন খান জানান, উক্ত জমি নিয়ে খলিলুর রহমান খান, কফিল শাহ ফকির, শাহ আলম খান, বেলায়েত বেপারী, হানিফ হাওলাদার পরিবারের সাথে দীর্ঘ দিন পূর্ব থেকে দেওয়ানী মামলা (৮৫/৭৫) চলে আসছে। মামলা চলমান থাকলেও জমি আমাদেরই দখলে। তারা দখলের চেষ্টা করলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আদালতের স্মরণাপন্ন হই।