Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝালকাঠি সদর হাসপাতাল চত্ত্বরে পূজার স্টল বরাদ্দ ১৫শ টাকায় ! ঝালকাঠি

ঝালকাঠি সদর হাসপাতাল চত্ত্বরে পূজার  স্টল বরাদ্দ ১৫শ টাকায় !

ঝালকাঠি সদর হাসপাতালের পশ্চিম গেট থেকে জরুরী বিভাগের সামনের বালুর মাঠ পর্যন্ত দুর্গা পূজা উপলক্ষ্যে অস্থায়ী দোকান বসানোর জন্য দেড় হাজার টাকা করে স্টল বরাদ্দ দেয়া হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে এ  ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মাধ্যমে স্টল বরাদ্দের নিয়ন্ত্রণ কাজ চালাচ্ছে ওই প্রভাবশালী মহলটি। 

সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানাগেছে, ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন পূর্বচাঁদকাঠির বাগানবাড়িতে অনুষ্ঠিত দুর্গা পূজা মন্ডপ শহরের অন্যতম একটি ঝাকজমক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থান থেকে মৌসূমী ব্যবসায়ীরা খাবার ও খেলনা সামগ্রী নিয়ে দোকানের পসরা সাজিয়ে বসেন। হাসপাতালটি ১শ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করণের কাজ চলমান থাকায় সামনের বড় মাঠটি টিনের বেড়া দিয়ে আটকানো রয়েছে। গাড়ি পার্কিং ও জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে জরুরী বিভাগের সামনের ডোবাটি বালু দিয়ে ভরাট করে কর্তৃপক্ষ। জায়গা সংকুচিত হওয়ায় পশ্চিম গেট থেকে শুরু করে জরুরী বিভাগের সামনের বালুর মাঠ পর্যন্ত একটি প্রভাবশালী মহল বাঁশ পুতে স্টল আকারে ভাগ করে রাখে। প্রতিটি স্টলে বসতে হলে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ১৫শ টাকা জমা দিয়ে বরাদ্দ নিতে হয়। “দোকান দিবো তাই জানতে এসেছি এমন কথা বলে” স্টল বরাদ্দের বিষয়ে জানতে গেলে মৌসুমী দোকানিরা জানান, আমাদের কাছ থেকে দেড় হাজার টাকা নেয়া হয়েছে। এক চায়ের দোকানী স্টল বরাদ্দ নিয়ন্ত্রণ করছেন।