Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

সুন্দরগঞ্জে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন গাইবান্ধা

সুন্দরগঞ্জে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হকসহ বিভিন্ন  ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা। কৃষিই সমৃদ্ধি- এ প্রতিপাদ্যের আলোকে বসতবাড়িতে সবজি ও ফলবাগান স্থাপন প্রযুক্তি বা ভাসমান সবজি উৎপাদন কৌশল, কেঁচো সার অথবা জৈব সার উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি, বিষমুক্ত সবজি উৎপাদন কৌশল সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধকরণের বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়। এ সময় পূর্ব ঝিনিয়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম ইঁদুর মেরে তা প্রদর্শন করেন। তিনি ইতোপূর্বে জেলা ও রংপুর অঞ্চলে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী কৃষক হিসেবে পুরস্কৃত হন।