Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন বিক্ষোভ রাজবাড়ী

রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন বিক্ষোভ

রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল, ইতি আক্তার প্রমুখ।

বক্তারা এ সময় বিদ্যালয়ের সামনে  দুটি স্প্রিড ব্রেকারের দাবী জানান, এবং সড়ক নিরাপত্তা আইন কার্যকরেও দাবী জানান তারা।

উল্লেখ্য, শনিবার দুপুরে রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে দ্রুত  গতির একটি বাস চাপায় জাকিয়া আক্তার কেয়া ও চাদনী আক্তার নামে নবম শ্রেনীর দুই স্কুল শিক্ষার্থী  নিহত হয়।