Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

পাইকগাছায় জনসাধারণের পুকুর দখলের অপচেষ্টার অভিযোগ খুলনা

পাইকগাছায় জনসাধারণের পুকুর দখলের অপচেষ্টার অভিযোগ

 
পাইকগাছায় জমিদার আমলের জনসাধারণের ব্যবহারিত পুকুর আদালতকে দখল দেখানোর জন্য একটি পক্ষ অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিষয়টি ওসি উভয় পক্ষকে আদালতে আদেশ না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। অভিযোগে জানা যায়, উপজেলার শিলেমানপুর মৌজায় সিএস ৭৪ খতিয়ানে ৯৩৫ দাগে ১একর ৩৩শতক 
 
সম্পত্তি পুকুর হিসাবে শ্রেণীভুক্ত দেখিয়ে জমিদারদের নামে রেকর্ড হয়। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর উক্ত পুকুরটি জনসাধারণ ব্যবহার করে আসছে। উক্ত পুকুর ও সম্পত্তি নিয়ে জনৈক সৈয়দ সালাম উল্যা দাবী করলে এলাকাবাসীর পক্ষে জনৈক আল-আমিন সহ ১১জন বাদী হয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করে। যার নং দেঃ ২১৮/০৭। উক্ত মামলায় সৈয়দ সালাম উল্যা ১৫নম্বর বিবাদী। আদালতে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্খায় খুলনা জেলা দায়রা জজ আদালতে আবেদন করেন। মামলাটি বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে-১ এ বিচারাধীন রয়েছে। যার নং দেঃ ২১১/১৮। সৈয়দ সালাম উল্যা উক্ত মামলায় উকিল কমিশনে আবেদন করলে আদালত মঞ্জুর করে। এলাকাবাসী জানায়, সৈয়দ সালাম উল্যা উক্ত সম্পত্তি ও পুকুর তার দখল দেখানোর জন্য সাইন বোর্ড টানানো, ঘেরাবেড়া দেয়ার চেষ্টা করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষকে থানায় ডাকেন। শনিবার সকালে থানায় বসাবসি হলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব নির্দেশনা দেন যেহেতু মামলাটি আদালতের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত পুকুর ও সম্পত্তি কোন পক্ষ শ্রেণী, আকার, আকৃতি পরিবর্তন না করে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।