Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

উত্তরখানে একই পরিবারের ৮ জন অগ্নিদগ্ধ রাজধানী

উত্তরখানে একই পরিবারের ৮ জন অগ্নিদগ্ধ

রাজধানী ঢাকার উত্তরখানের ব্যাপারীপাড়ায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে উত্তরা ফায়ার স্টেশন।

আজ (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে। 

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় আগুনে দগ্ধ ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আজিজুল (২৭) ৯৯ শতাংশ, আনজু (২৫) ৬ শতাংশ, আব্দুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।