Opu Hasnat

আজ ১৮ অক্টোবর বৃহস্পতিবার ২০১৮,

দামুড়হুদায় ফেন্সিডিলসহ আটক ১ চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ফেন্সিডিলসহ আটক ১


দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৮বোতল ফেন্সিডিলসহ মিনারুল ওরফে জিএম কে(২২)আটক করেছে। জিএম দামুড়হুদা দশমী পাড়ার জিনারুলের ছেলে। শুক্রবার বিকাল  ৪ টার দিকে কার্পাসডাঙ্গা গোরস্থান মোড় থেকে তাকে আটক করা হয়।
     
 পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিতিত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে এ এস আই কাশেম ও এ এস আই শাহা জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা কবরস্থান এলাকায় ওৎ পেতে থাকে। বিকাল ৪ টার দিকে সীমান্ত এলাকা থেকে কার্পাসডাঙ্গার দিকে আসার পথে  মিনারুল ওরফে জিএম কে মটরসাইকেলসহ আটক করে। পরে তার মটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এব্যাপারে মিনারুল ওরফে জিএম এর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।