Opu Hasnat

আজ ১৮ অক্টোবর বৃহস্পতিবার ২০১৮,

পাবনায় ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি পাবনা

পাবনায় ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

ঘুর্নিঝড় তিতলির প্রভাবে সারাদেশের ন্যায় পাবনাতেও দিনব্যাপী ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানের ক্ষয়ক্ষতিতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। কিছু কিছু নিচু জমির আধা-পাঁকা ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে।

জেলার অনেক কৃষকের ধান সারাদিনের টানা ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক কৃষক জমি থেকে পানি বের করে দেওয়ার চেষ্টা করছেন। বাতাসে পড়ে যাওয়া ধান পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। জেলার সদর উপজেলার মাটিয়াবাড়ি গ্রামের কৃষক রাজা প্রামানিক বলেন, আট বিঘা ধানের মধ্যে প্রায় সবগুলোই এক দিনের ঝড়-বৃষ্টিতে মাটিতে পরে গেছে। কিছু নিচু জমির ধান পানির নিচে তলিয়ে গেছে বলেও জানান তিনি। আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘুর্ণিঝড় রূপ নিয়েছে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাই্টে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে সমুদ্র উপকূলীয় অঞ্চলকে ২ নাম্বার সতর্কতা সংকেত দিয়েছে। এ কারণে আজকের মতো আগামিকালও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।