Opu Hasnat

আজ ১৫ ডিসেম্বর শনিবার ২০১৮,

দুর্গাপুরে জাতীয় শ্রমীক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নেত্রকোনা

দুর্গাপুরে জাতীয় শ্রমীক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

নেত্রকোনার দুর্গাপুরে সারাদেশে মতো নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বস্তরের অংশগ্রহনে জাতীয় শ্রমীক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় শ্রমীক লীগ দুর্গাপুর উপজেলার শাখার আয়োজনে শুক্রবার দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, দুপুরে গণভাজসহ আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল শ্রমিকের অংশগ্রহনে আনন্দ র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শ্রমীক লীগের সভাপতি শীতল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নানা কর্মকান্ডে জাতীয় শ্রমীক লীগকে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সকল দ্বিধা ভুলে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় দেশে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সকলকে নতুন ভাবে শপথ দেয়ার আহবান জানানো হয়।