Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পাইকগাছায় দূদকের ছাতা বিতরণ ও সততা স্টোরের উদ্বোধন খুলনা

পাইকগাছায় দূদকের ছাতা বিতরণ ও সততা স্টোরের উদ্বোধন

পাইকগাছায় খুলনা বিভাগীয় দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও দূর্নীতিমুক্ত দেশ উপহার দিতে শিক্ষার্থীদের ভবির্ষতে সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বুধবার দুপুরে উপজেলার সোলাদানার চারবান্দা হাইস্কুলে দুদকের অর্থায়ানে ৩ শত শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ কালে এ কথা বলেন। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিএম রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সাবেক কলেজ শিক্ষক জিএম আজাহারুল ইসলাম, সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ, প্রধান শিকক্ষ পরিমল কুমার সানা,ইউনিয়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সম্পাদক নিজাম উদ্দীন, বিকাশেন্দু সরকার,সুভাষ রায়, কবিন সানা, পৌর কমিটির জামিনুর ইসলাম, নুরুন নাহার চম্পা,স্কুল কমিটির সদস্য মোঃ আতিয়ার রহমান, রনজিৎ মন্ডল, কল্যানময় সেন, হাফিজুল গাজী ও নজরুল ইসলাম মোল্লা, রমজান গাজীসহ অনেকে। এর আগে দুদকের উপ-পরিচালক সকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে সহকারী প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে সততা স্টোরের উদ্বোধন করেন।