Opu Hasnat

আজ ২৭ জুন বৃহস্পতিবার ২০১৯,

কালকিনিতে শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদারীপুর

কালকিনিতে শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাটে নবনির্মিত ৬৮৬.৭৫ মিটার দীর্ঘ শেখ লুৎফর রহমান সেতু আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

উপজেলা অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, পৌর মেয়র মোঃ এনায়েত হোসেন, উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, মীর মামুন ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার।