Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

হেলিকপ্টার দুর্ঘটনা : অল্পের জন্য বেঁচে গেলেন চ্যানেল আই এমডিসহ ৬জন বিনোদন

হেলিকপ্টার দুর্ঘটনা : অল্পের জন্য বেঁচে গেলেন চ্যানেল আই এমডিসহ ৬জন

রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়া ও জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরাসহ ছয়জন যাত্রী। হেলিকপ্টারের অন্যযাত্রীরা হলেন- রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন।

আজ  (১১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারের পাইলট বলেন, বৈরী আবহাওয়ার প্রভাব ও ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ আহসাপাতালে নেয়। তাদের অবস্থা অতটা গুরুতর নয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দুপুরে উপজেলার একটি বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন। উড্ডয়নের সময় হেলিকপ্টারটি ব্যর্থ হয়ে নেমে আসে। এসময় পাশের নির্মানাধীন একটি ভবনের কলামে আটকে যায় সেটি।