Opu Hasnat

আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার ২০১৮,

ঝিনাইদহে “উন্নয়ন কনসাটর্” বাতিল কোটি টাকা পানিতে! ঝিনাইদহ

ঝিনাইদহে “উন্নয়ন কনসাটর্” বাতিল কোটি টাকা পানিতে!

সপ্তাহ ব্যাপী ধরে নয়নাভিরাম স্টেজ তৈরী ও মনোমুগ্ধকর লাইটিং সিসটেম পানিতে পড়লো। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাংস্কৃতিক মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত “তারুন্যে দুর্বার উদ্যোম নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে নতুন শক্তির বাংলাদেশ” স্লোগান সম্বলিত উন্নয়ন কনসার্ট হয়নি। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কনসার্টটির সার্বিক আয়োজনে ছিল ঝিনাইদহ জেলা প্রশাসক। জানা গেছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয় যাবতীয় আয়োজন।

কোটি টাকার উপরে ব্যায় করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামকে সাজানো হয় অপরুপ সাজে। সেই নয়নাভিরাম দৃশ্য দেখতে মঙ্গলবার রাতেই শত শত মানুষ আসতে থাকে স্টেডিয়ামে। বুধবার দুপুর থেকেই ছড়িয়ে পড়ে তারুণ্যের উচ্ছাস ও উন্মাদনা। বিকালে বাগড়া দেয় বৃষ্টি। চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। বৃষ্টির মধ্যেই হাজার হাজার দর্শক অপেক্ষা করতে থাকেন আইয়ূব বাচ্চু, ফোক স¤্রাজ্ঞী মমতাজ ও কনার গান শোনার জন্য। কিন্ত হায় ! জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্ট বাতিলের ঘোষনা দিলে দর্শকদের হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যায়। বৃষ্টির মধ্যে কষ্টের অপেক্ষা তাদের মনোবাসনা নসাৎ করে দেয়। এ সময় বিভিন্ন দর্শককে নানা কটুক্তি বাক্য ছুড়তে শোনা গেছে।