Opu Hasnat

আজ ১৫ জুন শনিবার ২০২৪,

দুই মাথা ও চার হাতওয়ালা সন্তান ঝিনাইদহ

দুই মাথা ও চার হাতওয়ালা সন্তান

ঝিনাইদহ শহরের প্রিন্স ক্লিনিকে চারটি হাত ও জোড়া মাথা বিশিষ্ট একটি শিশু জন্মগ্রহণ করেছে।।

জেলার সদর উপজেলার চাপড়ি গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী সুমি বেগম মঙ্গলবার রাত ২টার দিকে এ শিশুটির জন্ম দেন। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয়া শিশুটিকে একনজর দেখার জন্য ক্লিনিকে উৎসুক জনতা ভিড় করছেন।

সাজেদুল ইসলাম বুধবার সকালে জানান, বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ আছে। এ দম্পতির এটাই প্রথম সন্তান।