Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী শনিবার ২০১৯,

বয়স নঙর করিল মুরুব্বীর দরজায় // সৈয়দা রূখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

বয়স নঙর করিল মুরুব্বীর দরজায় // সৈয়দা রূখসানা জামান শানু

মনে হয় এইতো সেদিনের কথা
এসএসসি,এইচ এসসির সফলতা
তারপর তৈরী হলো যুদ্ধ আগামীর
বিশ্ববিদ্যালয়ে ভর্তির
লম্বা সিরিয়ালে
অবশেষে ঘ’ ইউনিটে
এরপর বিস্তর বিহবলতায়
একরাশ বেলি ফুলের মালায়
মাটির গহনা আর লাল পেড়ে শাড়ী 
দুব্বা ঘাসের চিকন শরীরে গড়াগড়ি
কখনও বকুল তলায় কখনও মধুর ক্যান্টিনে
গল্প কবিতা আর গানের আসরে
কখনও বলাকায় সিনেমা দেখা
আবার তিন’শো ফিটে ঘুরতে যাওয়া
বছরের পর বছর কেটে কেটে গেলো
অনার্স, মাস্টার্স শেষ হলো 
শুরু হলো ইর্ন্টশিপের প্রতিযোগিতা
কে করবে কতটা
এটা প্রশিক্ষণ সেটা প্রশিক্ষণ
সময়টা গেল সবঅঙ্গনে বিসর্জন
ট্রেনিং-এ প্রথম স্থান অধিকার করে
শূণ্যতার বঞ্চনাই ট্রেনিং শেষে
দীর্ঘ এ শিক্ষিত এ জীবনে
অবশেষে ক্লান্ত মনে অভিজ্ঞতার খাতায়
অর্ন্তজলে ভেসে গিয়ে বয়স নঙর করিল মুরুব্বীর দরজায়।

০১/১০/২০১৮খ্রি:, সোমবার, ৩টা ১০মিনিট। সাহিত্যাঙ্গন বাংলাদেশ।