Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দামুড়হুদা সড়কে ডাকাতির ঘটনায় ৫ পুলিশ ক্লোজ চুয়াডাঙ্গা

দামুড়হুদা সড়কে ডাকাতির ঘটনায় ৫ পুলিশ ক্লোজ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে গাছ ফেলে এক নৈশকোচ ও স্থানীয় পত্রিকার মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় এক এসআই ও ৪ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে দামুড়হুদার জয়রামপুর চায়ের দোকান নামক স্থানের অদুরে ডাকাতির ঘটনা ঘটে। বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কর্তব্যরত পুলিশ সদস্য দামুড়হুদা মডেল থানার এসআই রফিক, কনস্টেবল খাইরুল ইসলাম, শরীফুল ইসলাম, নজরুল ইসলাম ও ড্রাইভার নাজমুল হোসেনকে প্রত্যাহার করার নির্দেশ দেন। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দামুড়হুদার জয়রামপুর চায়ের দোকানের অদুরে ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল-আমিনকে বহন করা একটি  মাইক্রোবাস  ঘটনাস্থলে পৌছুলে ডাকাতদল সকলকে দেশীয়  অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৩ লাখ টাকা, ১২ টি মোবাইলফোন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সড়কে টিউটিরত দামুড়হুদা মডেল থানার এসআই রফিক ও ৪ কনস্টেবলকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।