Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী শনিবার ২০১৯,

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মাওয়া-জাজিরা প্রান্তে চলছে ব্যাপক প্রস্তুতি মুন্সিগঞ্জ

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মাওয়া-জাজিরা প্রান্তে চলছে ব্যাপক প্রস্তুতি

স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো ৭৫০ মিটার দৃশ্যমান হওয়ার পর ১৩ অক্টোবর প্রকল্পের অপ্রগতি পরিদর্শন ও একাধিক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রকল্পের মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে চলছে ব্যাপক প্রস্তুতি। নানা সাজসজ্জায় সজ্জিত করা হচ্ছে প্রকল্প এলাকা। 

পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী রেল সংযোগ প্রকল্প ও মাওয়া প্রান্তে ১৩০০ মিটার নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া ১০ হাজার ৮৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের চলমান কাজের অগ্রগতিও পরিদর্শন করবেন। পরে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে প্রকল্প এলাকা ও সংশ্নিষ্ট জেলাগুলোর আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। এরই অংশ হিসেবে বুধবার দিনভর প্রকল্প এলাকার মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছির সার্ভিস এরিয়ার সভাকক্ষে চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা ও সুধী সমাবশেস্থল পরিদর্শন এবং অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃৃন্দকে।

এ ছাড়া সোমবার রাতে মুন্সীগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত প্রস্তুতি সভা হয়েছে। এতে সুধী সমাবেশে লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে উপস্থিত রাখার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে প্রায় প্রতিদিনই চলছে নিরাপত্তা সমন্বয় সভা। এতে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মহিবুল হক নওফেল চৌধুরী, মৃণাল কান্তি দাস এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, চিফ সিকিউরিটি অফিসার কর্নেল সাদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা।

এই বিভাগের অন্যান্য খবর