Opu Hasnat

আজ ২১ মে মঙ্গলবার ২০১৯,

কালকিনিতে শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মাদারীপুর

কালকিনিতে শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাটের নবনির্মিত শেখ লুৎফর রহমান সেতু কাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। 
 
এ উপলক্ষে বুধবার সকালে কালকিনি উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে স্থানীয় অফিসার্স ক্লাবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক স্বজল নূর। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, পৌর মেয়র মোঃ এনায়েত হোসেন, থানার ওসি কৃপা সিন্ধু বালা ও সাহেবরাপমপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম প্রমুখ। পরে সভাশেষে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক স্বজল নূরের নেতৃত্বে অনুষ্ঠানস্থল উপজেলা অডিটরিয়াম হলচত্বর পরিদর্শন করা হয়। এবং তিনি যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেন।