Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝালকাঠিতে বতর্মানে ড্রাগসেবী ৩৩৯ জন পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে ১৬% স্বাস্থ্যসেবাঝালকাঠি

ঝালকাঠিতে বতর্মানে ড্রাগসেবী ৩৩৯ জন পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে ১৬%

ঝালকাঠি শহরে বর্তমানে ড্রাগসেবীর সংখ্যা ৩শ ৩৯ জন। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এদের সংখ্যা ছিল ৪শ ৫ জন। এক্ষেত্রে ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে শতকরা ১৬ ভাগ। লাইট হাউস কনসোর্টিয়ামের ফ্যাসিলিটেশন কমিটির ত্রি-মাসিক সভায় এ তথ্য প্রকাশ করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় কবিরাজ বাড়ি রোডস্থ জেলা কার্যালয়ে কমিটির সভাপতি সাবেক পুলিশ অফিসার ও স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল মজিদ খান, সাবেক পুলিশ অফিসার আঃ মোতালেব, সাংবাদিক মোঃ আতিকুর রহমান, এনজিওর মাঠ কর্মী পলাশ হাওলাদার, আবির হোসেন, সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনজিওর শাখা ব্যবস্থাপক কিংকর চন্দ্র মন্ডল।

কিংকর চন্দ্র মন্ডল বলেন, লাইট হাউসের প্রজেক্টে কাজ আসার পর ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ড্রাগ সেবীর সংখ্যা ছিল ৪শ ৫ জন। এদের টার্গেট নিয়ে কাজ করা হয়। ক্রমান্বয়ে ড্রাগসেবীর সংখ্যা কমতে থাকে। কিন্তু যাদের মোটিভেশন করা হয়েছে তাদের অনেকেরই স্থান পরিবর্তন এবং নতুন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শতকরা হার ১৬ ভাগ হয়েছে। আমাদের প্রজেক্টের মূল কাজ হলো ড্রাগ গ্রহণের মাধ্যমে যাতে করে এইচআইভি/এইডস ভাইরাস না ছড়ায়। কারণ হিসেবে তিনি বলেন, যারা ড্রাগ সেবন করে তারা একটি সিরিঞ্জে নিয়ে কয়েকজনে মিলে গ্রুপ হয়ে ভাগাভাগি করে ড্রাগ নেয়। যার মাধ্যমে এইচআইভি/এইডস ভাইরাস ছড়ায়। এর জন্যে এনজিওর পক্ষ থেকে তাকে ইনজেক্শন সিরিঞ্জ দেয়া হয়। যাতে করে এক সিরিঞ্জ কয়েকজনে ব্যবহারের ফলে জীবানু না ছড়ায়।

 

এই বিভাগের অন্যান্য খবর