Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মুন্সীগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে বাবার মৃত্যুদন্ড মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে বাবার মৃত্যুদন্ড

নিজ শিশুপুত্রকে হত্যার দায়ে বাবাকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ। দাম্পত্য কলহের জেরে শিশুপুত্র ফাহাদ(৫)কে হত্যার দায়ে বাবা মো. জুলহাস দেওয়ান(৩২)কে মঙ্গলবার মৃত্যু দন্ডাদেশ দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ হোসনে আরা বেগম। ২০১৪ সালে মামলা করেন শিশুটির মা তানিয়া বেগম।

ঘটনার দিন ফাহাদ ছিলো অসুস্থ। ২০১৪ সালের ১৩ অক্টোবর তাকে ডাক্তার দেখানোর কথা বলে বাবা জুলহাস মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের নিজ বাড়ি থেকে নিয়ে যায়। এর পর থেকে পিতা পুত্র উদাও। তিন দিন পর পিতার সন্ধান পাওয়া যায়। ছেলের কথা জিজ্ঞাস করলে হারিয়ে গেছে বলে নান কথা বলে বাবা। এতে সন্দেহ হলে মুক্তারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাবা স্বীকার করে যে, সে ফাহাদকে হত্যা করেছে। স্বীকার উক্তিমতে ১৬ অক্টোবর ২০১৪ সালে ফাহাদের লাশ পাওয়া যায় নারায়ণগঞ্জের কয়লাঘাটা এলাকায় একটি মুরগী ফার্মের পাশে। পরে মুন্সীগঞ্জ সদর থানায় তানিয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। 

২০০৯ সালে মুন্সীগঞ্জ সদরের মীরেশ্বরাই এলাকার আলী হোসেনের মেয়ে তানিয়ো বেগমের সঙ্গে একই ইউনিয়ন পঞ্চসারের পশ্চিম মুক্তারপুর নিবাসী কামাল দেওয়ানের ছেলের সঙ্গে বিয়ে হয়। ফাহাদ ছিলো তাদের একমাত্র সন্তান। জুলহাস দেওয়ান মাদকাক্ত ছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।