Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ঝালকাঠিতে জিপিএ ৫ প্রাপ্ত ৬৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান শিক্ষাঝালকাঠি

ঝালকাঠিতে  জিপিএ ৫ প্রাপ্ত ৬৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী ভবন হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সংবর্ধিতরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার শপথ ব্যক্ত করে।  সনাক সভাপতি প্রফেসর গুলনাহার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী। সনাক সদস্য শিমুল সুলতানা হেপি’র সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য ও প্রাক্তন সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়া। বক্তব্য রাখেন ডুমুরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি পীযূষ কান্তি মন্ডল, চারুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ শহীদুল ইসলাম, নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়, ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী পূজা মন্ডল মৌ ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাসিফ খান। এসময় সনাক সহ-সভাপতি হোসনে আরা হেলেন, সদস্য মোঃ শহিদ ইমাম পাশা, একেএম শামসুল আলম বেলাল, ইয়েস দলনেতা শাকিল হাওলাদার রণি, সংবর্ধিত ৬৪ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দসহ প্রায় দুই শতাধিক নারী পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন বলেন, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান অন্তরায়। এ থেকে তাই তিনি সকলকে বিরত থাকা, দুর্নীতিকে প্রশ্রয় না দেয়া এবং কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা করার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। ইভটিজিং থেকে ছেলেদের বিরত থাকার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সনাক সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু কোচিং বাণিজ্যের কুফল এবং তা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।