কালীগঞ্জে প্রয়াত ৫ সাংবাদিক স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল মিডিয়া /  ঝিনাইদহ / 
ঝিনাইদহের কালীগঞ্জে প্রয়াত সাংবাদিক আতোয়ার রহমান, মনোজ সরকার ম্যান, শফিকুল ইসলাম, মিঠু শিকদার ও কামাল হোসেন স্মরনে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কালীগঞ্জের আয়োজনে শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্মরন সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন, কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন, মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব কালীগঞ্জের সহসভাপতি সিরাজুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মঞ্জু, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, সমাজ সেবক আজিজুর রহমান প্রমুখ।