Opu Hasnat

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার ২০১৯,

বাসের ধাক্কায় ছাত্রী আহতের পর কাঁচপুরে ভাঙচুর-আগুন নারায়ণগঞ্জ

বাসের ধাক্কায় ছাত্রী আহতের পর কাঁচপুরে ভাঙচুর-আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় সাদিয়া আক্তার নামে ৯ম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। একটি গাড়িতে আগুনও দেওয়া হয়।

 বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর উমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনার ঘটে। আহত ছাত্রী ওই বিদ্যালয়েরই শিক্ষার্থী।

জানা গেছে, সকাল ৭টা ৫৫ মিনিটে স্কুলে যাওয়ার জন্য কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল ওই ছাত্রী। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

কিন্তু স্কুলে খবর পৌঁছে যায় গাড়ির ধাক্কায় সাদিয়া মারা গেছে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। 

বর্তমানে সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।