Opu Hasnat

আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার ২০১৮,

গল্পের প্রয়োজনেই যতটুকু খোলার খুলেছি (ভিডিও) বিনোদন

গল্পের প্রয়োজনেই যতটুকু খোলার খুলেছি (ভিডিও)

‘চরিত্রহীন‘-এ খেলোমেলা দৃশ্যে অভিনয় করেছেন কলকাতার মেয়ে নয়না গঙ্গোপাধ্যায়। ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকে ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার ছবি। 

বলিউড পরিচালক রাম গোপাল ভর্মা পরিচালিত ‘ম্যারি বেটি সানি লিওন বাননা চাহতি হ্যায়’- স্বল্প দৈর্ঘের ছবিতেই প্রথম অভিনয় করছিলেন। এরপর লম্বা বিরতি নিয়ে আবারও ফিরেছেন নয়না। আর ফিরেই চমকে দিয়েছেন এই বঙ্গ তনয়া।

জি নিউজের খবর, ‘চরিত্রহীন’-এর পরিচালক দেবালয় ভট্টাচার্য সেই রাম গোপাল ভর্মার স্বল্প দৈর্ঘের ছবি দেখার পরই নয়নাকে প্রস্তাব দিয়েছিলেন কিরণময়ী চরিত্রে অভিনয়ের জন্য। চরিত্রহীন-এর গল্প শোনার পর নয়নার সেটা পছন্দ হয় এবং তিনি কিরণময়ী নামের চরিত্রটা করতে রাজিও হন।
  
ছবিতে তাঁর অভিনয় নিয়ে নয়না জানিয়েছেন, ‘অতীতে এমন বোল্ড দৃশ্যে আমি অভিনয় করিনি। গল্পের প্রয়োজনেই যতটুকু খোলার খুলেছি। আমাকে খোলামেলা দৃশ্য করতে হয়েছে। প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সাবলীল অভিনয় করেছি।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন-