Opu Hasnat

আজ ১৮ অক্টোবর বৃহস্পতিবার ২০১৮,

বিপজ্জনক সেলিব্রেটি ‘কিম’ বিনোদন

বিপজ্জনক সেলিব্রেটি ‘কিম’

কিম কার্দাশিয়ান, উলঙ্গ ছবি আর জীবনাচারের জন্য বিখ্যাত। এবার বিপজ্জনক সেলিব্রেটি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করালেন তিনি। ক্রেইগ ডেভিডকে পেছনে ফেলে চলতি বছর অনলাইন অনুসন্ধানে ‘সবচেয়ে বিপজ্জনক সেলিব্রেটি’ হিসেবে তার নাম উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, বিপজ্জনক সেলিব্রেটির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী নাওমি ক্যাম্বেল। তৃতীয় অবস্থানে কার্দাশিয়ানের বোন কোর্টনি কার্দাশিয়ান। গত বছর সবচেয়ে বিপজ্জনক সেলিব্রেটির তালিকায় শীর্ষে ছিলেন ইংরেজ গায়ক ক্রেইগ ডেভিড।

বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধীরা তাদের বিদ্বেষমূলক সাইটগুলোতে অনুসন্ধান বাড়াতে কিম কার্দাশিয়ানের মতো তারকার নাম ব্যবহার করে থাকেন। সে হিসেবে এ বছর সবচেয়ে কিমের নাম উঠে এসেছে।