Opu Hasnat

আজ ২৩ মে বৃহস্পতিবার ২০১৯,

ইন্টারনেট সিকিউরিটি বিনামূল্যে! তথ্য ও প্রযুক্তি

ইন্টারনেট সিকিউরিটি বিনামূল্যে!

কম্পিউটারকে ভাইরাস-এর আক্রমণ থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করি। টাকা খরচ করে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি। অ্যান্টি-ভাইরাস কিনে ইনস্টল করি। 

অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামী অ্যান্টি-ভাইরাসের 'ট্রায়াল ভার্সান' বদলে বদলে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন 'ইন্টারনেট সিকিউরিটি'বা ব্রাউজার সুরক্ষা? আসুন জেনে নিই কীভাবে গুগল ক্রোমে চালু করবেন ম্যালওয়ার (Malware)স্ক্যানিং ফিচার।

গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ক্রোমের ডানদিকে উপরে মেনুতে (তিনটি বিন্দু) ক্লিক করুন। এবার 'সেটিংস'-এ ক্লিক করে 'অ্যাডভান্সড' সিলেক্ট করুন। এবার স্ক্রিনে একদম নিচে 'ক্লিন আপ কম্পিউটার' অপশন দেখতে পাবেন। এবার এর মধ্যে থেকে 'Find and remove harmful software' অপশানে (ম্যালওয়ার ডিটেক্টিং টুল) ক্লিক করুন। 

তারপর 'Find'-এ ক্লিক করলে ক্রোম আপনার কম্পিউটারে ম্যালওয়ার স্ক্যান শুরু করে দেবে। স্ক্যান শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায় তবে সেটিকে 'রিমুভ'-এর অপশন দেবে ক্রোম। যদি কিছু না পাওয়া যায় তো জানিয়ে দেবে 'No harmful software found'।

এবার থেকে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্যানের জন্য ক্রোমের অ্যাড্রেস বারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই এই স্ক্যান শুরু হয়ে যাবে। তবে এই অপশানটি যদি কাজ না করে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম আপডেট করে নিন।