Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী

ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : শিক্ষা প্রতিমন্ত্রী

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের চার চার বারের নির্বাচিত  সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেছেন, ব্যাক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে জননেত্রী নৌকার মাঝি যাকেই করবে আমরা সকলে কাজ করে নৌকাকে বিজয়ী করবো। কারন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার গঠন করতে হবে। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন। এই দিনে জননেত্রীর সুস্থতা  ও দীর্ঘায়ু কামরা করি। আপনারা সব সময় মনে রাখবেন  দেশ পরিচালনার সঠিক মেধা শেখ হাসিনার রয়েছে। খালেদা জিয়া দেশ পরিচালনা করতে ব্যর্থ ছিল  তাই দেশের মানুষ তাকে প্রত্যাক্ষান করেছে। আর শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এখন থেকেই আমাদের  মাঠে নেমে পরতে হবে উন্নয়নের কথা মানুষকে বোঝাতে হবে।

শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনের আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এ সব কথা বলেন।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী  লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা  ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সহধর্মীনি ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজু জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এ সোবাহান,  হেদায়েত আলী সোহরাব, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট সফিকুল আজম মামুন, যুব  মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন  মলি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর একমাত্র কন্যা  ও  যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা চৈতি প্রমুখ। পরে অনুষ্ঠিত হয়  মিলাদ মাহফিল।