Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

দেশে ফিরলেন সাকিব খেলাধুলা

দেশে ফিরলেন সাকিব

খেলার ইচ্ছা ছিল না মোটেই। চেয়েছিলেন আঙ্গুলের অস্ত্রোপচার করে নিবেন। কিন্তু দেশের কথা মাথায় রেখে দুবাই উড়ে আসতে হয় এশিয়া কাপ খেলতে। আসরের প্রথম চারটি ম্যাচও খেলেন। তবে গতকাল অলিখিত সেমিফাইনালটি আর খেলা হয়নি তার। আঙ্গুলের ব্যথাটি মারাত্মকভাবে বেড়ে যাওয়া দুবাই ছেড়ে ঢাকা উড়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকায় অবস্থানকালে ঠিক করবেন অস্ত্রোপচার করাবেন নিউইয়র্ক কিংবা মেলবোর্নে। টিকিট না পাওয়ায় সাকিব এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কোথায় অস্ত্রোপচার করাবেন। অবশ্য নিউইয়র্ক যাওয়ার টিকিট না পাওয়ায় তিনি ঢাকায় চলে যান গতকাল।

সেখান থেকে রবিবার নিউইয়র্ক কিংবা মেলবোর্ন যেতে পারেন। ২৭ জানুয়ারি মিরপুরে তিন জাতির টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বোলিং আঙ্গুলে ব্যথা পান সাকিব। ইনিংসের ৪২ নম্বর ওভারে ফিল্ডিংয়ের সময় যে ব্যথা পেয়েছিলেন, সেটা নিয়েই তিনি বেশ কতগুলো ওয়ানডে খেলেন। ব্যথা নিয়ে সফর করেন ওয়েষ্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে ফিরেও আসেন দেশে। দেশে ফিরেই আঙ্গুলের অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের বিবেচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুরোধ করেন টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করতে। বিসিবি সভাপতির অনুরোধে দলের সঙ্গে চলে আসেন দুবাই। প্রথম চারটি ম্যাচও খেলেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু রাতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সরে দাঁড়ান আকাশসমান চাপের ম্যাচ থেকে। খেলছেন না বলে গতকাল দুবাই সময় বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়েন। ঢাকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।