Opu Hasnat

আজ ১৯ ডিসেম্বর বুধবার ২০১৮,

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no) লিখে 16222 নম্বরে Send করলে ফল জানা যাবে। এছাড়া রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে।

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো প্রার্থী আগের শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী ৭ অক্টোবর মধ্যে ওই ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর থেকে শুরু হবে।