Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা বর্তমান প্রজন্মের মানুষ গড়ার কারিগর : অর্থ প্রতিমন্ত্রী সুনামগঞ্জ

প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা বর্তমান প্রজন্মের মানুষ গড়ার কারিগর : অর্থ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৩টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার  আহবায়ক মোঃ হারুণ অর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব  গোলাম সারোয়ার লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুনুর রশিদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চালন বালা, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সভাপতি সামছুদ্দিন মাসুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রমোতেশ দত্ত, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছুদ্দিন মাসুদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রমোতেশ দত্ত, সিলেট কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল কাদির জিলানী, সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক, প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, মামুন মিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের সভাপতি এড.বুরহান উদ্দিন দোলন, ইমান উদ্দিন মানিক,শিক্ষক সমিতির বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি পষ্ণয় গোস্বামী, শিক্ষক রাজেশ চন্দ্র দাস, শিক্ষখ বাদল চন্দ্র দাস, বিপ্লব দাস, ছাতকের শিক্ষক প্রনব কান্তি দাস মিঠু প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বর্তমান প্রজন্মের মানুষ গড়ার কারিগর। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ শিক্ষকদের জীবনমানের উন্নয়ন করে দিয়েছেন। তাই শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে প্রধানমন্ত্রী বছরের প্রথমদিন বিনামূল্যে বই পৌছে দিচ্ছেন। এজন্য সকল শিক্ষক মন্ডলীর সদস্যরা প্রতিটি স্কুলে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী একাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারলে শিক্ষকদের সকল দাবী দাওয়া পূরণ হবে বলে অভিমত ব্যক্ত করেন।

এই বিভাগের অন্যান্য খবর