Opu Hasnat

আজ ২১ মে মঙ্গলবার ২০১৯,

পাইকগাছার বিভিন্ন স্থানে প্রেমকুমার মন্ডলের পথসভা লিপলেট বিতরণ খুলনা

পাইকগাছার বিভিন্ন স্থানে প্রেমকুমার মন্ডলের পথসভা লিপলেট বিতরণ

  আ'লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক (পাইকগাছা-কয়রা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে প্রচারনায় নেমেছেন। লিপলেট আকারে তিনি মঙ্গবার দিনভোর পাইকগাছার রাড়ুলীর বাঁকা, কাঠিপাড়া, কপিলমুনি, লতার কাঠামারী বাজারসহ বিভিন্ন স্থানে পথসভাসহ গনসংযোগ করেছেন।

এ সময় স্থানীয় নেতা- কর্মী ও সফর সঙ্গীদর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সংগঠের শংকর কুমার দেবনাথ ও প্রভাষক বিষ্ণুপদ মন্ডল, এ্যাডঃ সঞ্জয় কুমার মন্ডল, সন্দিপ বিশ্বাস, শান্ত মন্ডল, নুরুল কাগজী, বিদ্যুত মল্লিক, সেলিম গাজী, পার্থ প্রতিম রায়, প্রভাষক গোপাল সরকার, বিশ্বজিত সরদার, রিপন সরদার, আতাউর গাজী, বাহারুল গাজী, আলোকেশ কবিরাজো মৃনাল বাছাড়, মোস্তফা, মুরাদ, তুষার, এবাদত,মৃনাল সরকার,দেবপ্রসাদ, আবু মুছা, রবিউল, দীনেশ, সুব্রত, গোলজার, সাগর সেন, সনৎ, ব্রজেন,মহাদেব, তারক, মনোজিত, রেগান, কৃষ্ণপদ, প্রবীরসহ অনেকে।