Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

আজ কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ

আজ কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে কিশোরগঞ্জের নিজ জন্মভূমিতে আজ আসছেন।

আজ সোমবার বেলা ২ টায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হেলিকপ্টারযোগে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে বঙ্গবভন ত্যাগ করবেন। অষ্ট্রগ্রামের নতুন ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ করবেন।

ডাকবাংলোয় অবস্থান শেষে বিকেল ৩ টায় অষ্ট্রগ্রামের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন।

ডাকবাংলোয় রাতযাপন শেষে পরদিন দুপুরে অষ্ট্রগ্রাম থেকে ইটনার উদ্দেশে রওনা দিয়ে ইটনা ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল ৩ টায় ইটনা সরকারী কলেজ মাঠে তাকে গসংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। ইটনা ডাকবাংলোতে রাতযাপন শেষে ইটনা থেকে হেলিকপ্টারযোগে মিটামইন উপজেলার উদ্দেশে রওনা দিবেন। 

মিটামইনের ডাক বাংলোতে গার্ড অব অনার গ্রহণ করে বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজ মাঠে তাকে গণসংবর্ধনা প্রদান করা হবে। পরবর্তীতে বিভিন্ন নির্মান কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭ টায় আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। সেখান থেকে কামালপুরের নিজ বাড়ীতে রাতযাপন করবেন।

চতুর্থদিন বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করবেন এবং বিকেন ৩ টায় হাজী তায়েব উদ্দিন স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্টানে যোগ দিবেন। কামালপুর নিজ গ্রামে রাত্রিযাপন শেষে শুক্রবার বাড়ির মসজিদে  জুমার নামাজ আদায় করবেন। নামাজের পর পিতামাতার কবর জিয়ারত করবেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৩ টায় হেলিকপ্টারযোগে বঙ্গবভনের উদ্দেশে মিটামইন ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফর সম্পর্কে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চেীধুরী জানান, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে।