Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

তালাকের ৫বছর পর শ্বশুর বাড়িতে প্রবাসীর লাশ কুমিল্লা

তালাকের ৫বছর পর শ্বশুর বাড়িতে প্রবাসীর লাশ


কুমিল্লার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামে সাবেক শ্বশুরের বাড়ি থেকে ইকবাল হোসেন (৩২) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বাড়ির উঠানের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এটি আত্মহত্যা না হত্যাকান্ড সেটা নিশ্চিত হওয়া যায়নি।


নিহত ইকবাল হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। জানা গেছে, ২০০৮ সালে একই জেলার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে রোকসানা আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় ইকবালের। তবে পারিবারিক বিভিন্ন বিরোধের জেরে ২০১৩ সালে তাদের তালাক হয়ে যায়। বর্তমানে রোকসানা দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।

কিন্তু নিহতের পরিবারের দাবি আলাদা হয়ে গলেও রোকসানা ও ইকবালের মধ্যে ফোনে যোগাযোগ ছিলো। ইকবাল বিদেশ থেকে ফিরে আর নিজের বাড়িতে যায়নি। পরিবারের অজান্তে দেশে ফিরে ঢাকায় চাকরি করতেন তিনি।


হঠাৎ শনিবার সকালে ৪ বছর আগে তালাক দেয়া স্ত্রী রোকসানার বাবার বাড়ির উঠানের বরই গাছে ইকবালের ঝুলন্ত মরদেহ দেখতে পায় রোকসানার পরিবার। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা দেবপুড় পুলিশ ফাঁড়ী সূত্র জানায়, এটি আত্মহত্যা নাকি হত্যাকাÐ তা এখনই বলা সম্ভব নয়। পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।