Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চট্টগ্রামে সেগুন কাঠ উদ্ধারসহ ৩ পাচারকারী আটক চট্টগ্রাম

চট্টগ্রামে সেগুন কাঠ উদ্ধারসহ ৩ পাচারকারী আটক

হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কুয়াইশ কলেজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার আনুমানিক দেড়টায় ট্রাকযোগে সেগুন কাঠ পাচারকালে আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক সদর এর নির্দেশে এ অভিযান পরিচারনা করা হয়।

শহর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ রেজাউল আলম ফরেস্ট রেঞ্জার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ত্রিপল ঢাকা ট্রাক নং চট্ট মেট্রো-ট-১১-১১১৮ যোগে অবৈধভাবে আহরিত প্রায় ৩৪২ ঘনফুট সেগুন গোল কাঠ পাচারকালে শহর রেঞ্জের টহলদল আটক করে। আট কাঠ ও ট্রাক কালুরঘাট সরকারী কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে।  অবৈধভাবে আহরিত সেগুন কাঠ পাচারকালে ৩ জন পাচারকারীসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- চট্টগ্রাম চান্দগাঁও থানার মোহরা পল্টন তালুকদার বাড়ীর মৃত মোঃ শাহ আলমের পুত্র মোঃ মোরশেদুল আলম, চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথার মৃত জাফর আহমদের পুত্র জাহেদ হাসান, রাংগুনিয়া থানার হাজীপাড়ার মোঃ হারুনের পুত্র মোঃ খোকন। আটকৃতদের আদালতে সৌপর্দ করা হয়েছে।

আটক বনজদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা প্রায়। এ ব্যাপারে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালতে সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মোঃ আবু তাহের বাদী হয়ে বন মামলা নং-১৪৯/১৮ দায়ের করা হয়েছে। অভিযানে সহায়তা করেন সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মোঃ রাফি-উদ-দৌলা, এফজি মোস্তফা জামাল উদ্দিন তালুকদার, এফজি শাহজাহান সরকার, এফজি মোঃ জামাল উদ্দিন, এফজি মোঃ হাবিল প্রামানিক।