Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মালিপাখি’র কবিতা ‘একটি প্রীতির রাখী’ শিল্প ও সাহিত্য

মালিপাখি’র কবিতা ‘একটি প্রীতির রাখী’

জরির টোপর পাল তোলা মেঘ,
একটু তাকাও যদি ;
দেখবে  হেসে   টাপুর-টুপুর 
বইছে গানের নদী --- !

তার পাশে সব এতোল বেতোল,
নাম না জানা গাছে ;
শিউলি, টগর, বকুল,পলাশ 
ফুলরা ফুটে আছে  !

জল চিক চিক গান চিক চিক,
ঝিনুক পুঁতির খোঁজে ;
একটা মানুষ ঢেউ হয়ে যায় --
কেউ কি সেটা বোঝে   ?

কেউ বোঝেনা, কেউ বোঝেনা,
নীল পালকে মুড়ে  ;
লোকটা ক্রমেই যায় হারিয়ে 
দূরের থেকে দূরে  -- !

দিন  থেকে রাত ছুটতে ছুটতে --
মন ভোলা তার ছবি  ;
নিঝুম পুরের হাওয়ায় ভাসে --
ঠিক যেন সে কবি !

তুমিই তবে জরির টোপর,
পাল তোলা মেঘ পাখি ;
লোকটাকে রোজ পরিয়ে দিও 
একটি প্রীতির রাখী !