Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা বরিশাল

বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজিরপুর ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাক অবস্থায় এ হামলার শিকার হন চেয়ারম্যান।

স্থানীয়রা আরো জানান, ঘটনার পরপরই চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়ার গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসা হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, বিশ্বজিৎ হালদার নান্টুকে হাসপাতালে আনার আগেই মারা যান। তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে বিশ্বজিৎ হালদার নান্টুকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের তদন্ত করার পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।