সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা নারী ও শিশু /  সাতক্ষীরা / 
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামে স্ত্রী ও দুই বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
নিহতরা হলেন- সাবিনা (২৬) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকী (২)। এ ঘটনায় বাড়ির কর্তা আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রউফের মা সম্প্রতি ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে বেশ কিছু বিল বকেয়া পড়েছে, যা রউফ পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে তিনি সাবিনাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এ কারণে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই জের ধরে স্ত্রী সাবিনা (২৬) ও মেয়ে আয়েশা সিদ্দিকীকে (২) শ্বাসরোধে হত্যা করেন আব্দুর রউফ (৩২) বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে আব্দুর রউফকে তার গ্রামের বাড়ি ঘোনা থেকে আটক করেছে পুলিশ। তার বাবার নাম আব্দুল্লাহ সরদার।
তবে আব্দুর রউফ জানান, এ ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।