জামালপুরে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু নারী ও শিশু /  জামালপুর / 
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জামালপুরে বন্যার পানিতে ডুবে ২ উপজেলায় ৫ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের টুকন মিয়ার ছেলে স্বাধীন (২), একই উপজেলার ডোয়াইল ইউয়নিয়নের হাটবাড়ী গ্রামের সুমন মিয়ার মেয়ে সাদিয়া(২), কামারাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের আলাল উদ্দিনের ছেলে রাহাত (২), ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শান্ত (৩) ও ইসলামপুর উপজেলার পুর্বমুন্নিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে অনিকা (২)।
সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।