Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ফরিদপুরের চরভদ্রাসনের তিনস্থানে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসনের তিনস্থানে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী, ফাজেল খাঁর ডাঙ্গী ও এমপি ডাঙ্গেিত ফের ভাঙ্গন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে ভাঙ্গন শুরু হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক জানান, ভাঙ্গন প্রতিরোধে শুক্রবার থেকে ভাঙ্গন কবলিত এলাকায় বালুভর্তি ব্যাগ ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, যে কোন মূল্যে সম্পদ রক্ষায় ভাঙ্গন রোধ করা হবে। 
উল্লেখ্য গত কিছুদিন যাবত চরভদ্রাসন উপজেলা সদরের ভয়াভহ ভাঙ্গনের মুখে পড়ে রাস্তাঘাট, স্কুল, মসজিদ, বাড়িঘড় পদ্মায় ভেঙ্গে নিয়ে গেছে।